নিরাপত্তাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি কুবি শাখা ছাত্রশিবিরের

- Update Time : ১০:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
- / ৮ Time View
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার এবং নিরাপত্তা প্রহরীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে খাবার বিতরণ শুরু হয়ে পর্যায়ক্রমে প্রশাসনিক ভবন, অনুষদ সমূহ এবং ৫ হলের দায়িত্বে নিয়োজিত ২৫ জন নিরাপত্তা প্রহরীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ বলে জানান সংগঠনটি সভাপতি। সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকেই এদেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। ছাত্রদেরকে ইসলাম সুমহান আদর্শে উজ্জীবীত করা ইসলামী ছাত্রশিবিরের বুনিয়াদি লক্ষ্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিধানে নিয়োজিত ভাইদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি তারই একটি অংশ মাত্র। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভ্রাতৃত্ব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি।’
তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে যখন সবাই পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করছে, তখনও আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও প্রহরীরা অক্লান্তভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই নিষ্ঠা ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা তাদের মাঝে ঈদের খাবার বিতরণ করেছি।’