নিবন্ধন ফিরে পেল জাগপা
- Update Time : ১০:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৮০ Time View
রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) জাগপা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নিবন্ধন লাভ করে। এরপর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। ২০২৫ সালের ১৯ মার্চ নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগ রায় দেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি জাগপার নিবন্ধন পুনর্বহাল করে।
এক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।’
কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম সব রাজনৈতিক দলকে, যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জন্য দোয়া করেছে।’
জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে-কলমে যে কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় ‘র’-এর পরিকল্পনায় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে জাগপার নিবন্ধন বাতিল করা হয়।’
তিনি আরও বলেন, ‘শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



























































































































