নিউ ইয়র্কে আযান দিতে বাধা নেই

- Update Time : ০৮:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১১৭ Time View
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসল্লিদের নামাজের সুবিধার্থে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, গত শুক্রবার জুমার দিনে সাড়ে ১২টায় অনুমতি ছাড়াই আযান দেওয়া যাবে।
কোনো বাধা ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। খবর সিএনএনে’র নিদের্শনায় আরও বলা হয়েছে, রমজান মাসে সন্ধ্যার সময়ও একইভাবে নামাজের জন্য আযান দিতে বাধা থাকবে না।
এ বিষয়ে নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নতুন নীতি অনুযায়ী,গত শুক্রবার জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আযান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর বিশেষ অনুমতি নিতে হবে না।
ইসলামের অন্যতম নিদর্শন আজান। প্রতিদিন পাঁচবার আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য ডাকা হয়। আজানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভালবাসা স্থাপন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। হাদিস শরিফে আযান দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।