না ফেরার দেশে থাইল্যান্ডে ইন্টার্নশিপে অংশ নেওয়া বাকৃবির জাকারিয়া

- Update Time : ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / ১৯৭ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন। গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের ফলেই মৃত্যু ঘটেছে।
তার মৃত্যুর বিষয়টি আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন নিশ্চিত করেছে।
তার মৃত্যুর বিষয়ে অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, সে থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় বেশি আহত ছিল না। তার দেহের সব শারিরীক টেস্টের ফলাফল নরমাল ছিল। কিন্তু আজকে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়। আমরা ধারণা করছি স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যেতে পারে। তবে বাস্তবে কিভাবে বা কেন মারা গেছে সেটা আল্লাহ ভালো জানেন।
মরহুমের জানাজা তার নিজ বাসা বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে আজ আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
জানা যায়, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশীপ করার সময় সে এবং তার দুই বন্ধু আপন ও রাব্বি বাইক দুর্ঘটনায় আহত হয়। বাইকটা সাঈদ চালাচ্ছিল এবং সে গুরুতর আহত ছিল না। তাই দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তার নিজের বাড়িতে চিকিৎসা নিচ্ছিল কেবল বাহ্যিক ইনজুরির। অন্যদিকে রাব্বি দেশে চিকিৎসা নিচ্ছে এবং আপন গুরুতর অসুস্থ অবস্থায় এখনো থাইল্যান্ডে চিকিৎসাধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়