না ফেরার দেশে চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার
- Update Time : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ৪৩২ Time View
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউপির বর্তমান চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া- ইন্না ইলাইহি রাজিউন)
বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত ১২টার দিকে বগুড়ার সাইক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খন্দকার আব্দুর রহমান মাস্টার (৬৩)। এর আগে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে বগুড়ায় নেয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম খন্দকার আব্দুর রহমান মাস্টার নিজ গ্রাম উত্তর ছয়ঘড়িয়ায় একটি উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘর প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা হিসেবে এলাকায় বেশ সমাদৃত। বছর কয়েক আগে তিনি ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। ছাত্রজীবন থেকে রাজনৈতিক পথচলায় তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৪ সালে চতুর্থ এবং ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তীতে ২০২১ সালে তালুককানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্বপালন করছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামাজে জানাজার সময় ও স্থান পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।
































































































































































































