নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তীব্র প্রতিবাদ যুবদলের
- Update Time : ০৪:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৪৬ Time View
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল।
শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিবৃতিতে তারা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।’
যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গণে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন বলে আমরা প্রত্যাশা করি।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়


































































































