ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তীব্র প্রতিবাদ যুবদলের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ২৪৬ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল।

শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে তারা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।’

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গণে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন বলে আমরা প্রত্যাশা করি।’

Please Share This Post in Your Social Media

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে তীব্র প্রতিবাদ যুবদলের

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৪:১৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে যুবদল।

শনিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বিবৃতিতে তারা বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অশোভন মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসা রটনা করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতেও দেশের সম্মানিত নাগরিক ও প্রাজ্ঞ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীন ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন, যা রাজনৈতিক সৌহার্দ্য ও সহাবস্থানের পরিপন্থি। আমরা এ ধরনের আচরণকে দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার অসৎ প্রচেষ্টা হিসেবে দেখি।’

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গণে পারস্পরিক শ্রদ্ধা, শিষ্টাচার ও সহনশীলতা অত্যন্ত প্রয়োজনীয়। প্রমাণবিহীন ও মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমান করার চেষ্টা অগ্রহণযোগ্য ও অনাকাঙ্ক্ষিত। দেশের একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবেন বলে আমরা প্রত্যাশা করি।’