নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার: আইজিপি

- Update Time : ০৪:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ২৬১ Time View
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নির্বাচন ঘিরে নাশকতার তথ্য দিলে তথ্যদাতাকে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। তিনি বলেন, যে বা যারা নাশকতা করবে কিংবা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা ইতোমধ্যেই সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও এলাকা চিহ্নিত করেছি।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগের ১০টি জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে ৮০ শতাংশ প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। অফিসারদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে অবাধ সুষ্ঠু নির্বাচনে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।
এর আগে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন। এ সময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ