নার্ভাস ছিলাম, এখন এক্সাইটেড : সাবিলা নূর
- Update Time : ১১:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১৮ Time View
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় এক নতুন যাত্রায় শামিল হতে যাচ্ছেন। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিনেমার অংশ হওয়া নিয়ে নিজের মিশ্র অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী।
সাবিলা জানান, শুরুতে এই প্রজেক্ট নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও সহশিল্পী হিসেবে দুই কিংবদন্তি অভিনেতার নাম শুনেই সব জড়তা কেটে গেছে।
নার্ভাসনেস থেকে রোমাঞ্চ সংবাদ সম্মেলনে সাবিলা নূর অকপটে স্বীকার করেন, শুরুতে তিনি বেশ চিন্তিত ছিলেন। তিনি বলেন, “আমার মধ্যে আসলে কিছুটা নার্ভাসনেস ছিল, যখন তানিম ভাইয়া প্রথমে আমাকে এ চরিত্রটির কথা বলেন। তবে এর পরপরই যখন শুনলাম যে, আমাদের কিংবদন্তি অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে একসাথে একটি সিনেমাতে পাবো, তখন আর দ্বিতীয়বার ভাবিনি।”
দুই গুণী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ তাকে এই কাজটি করতে সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে বলে জানান সাবিলা।
চিত্রনাট্যে মুগ্ধতা শুধু কাস্টিং নয়, সিনেমার চিত্রনাট্যও সাবিলাকে মুগ্ধ করেছে। চিত্রনাট্যকারদের প্রশংসা করে তিনি বলেন, “স্বাধীন ভাইয়া এবং সামিউলের স্ক্রিপ্টের কথা বলতেই হয়। তারা এত দুর্দান্তভাবে সংলাপ লিখেছেন, সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে।”
দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা শক্তিশালী চিত্রনাট্য এবং গুণী সহ-অভিনেতাদের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে বলে বিশ্বাস করেন সাবিলা। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি প্রত্যাশা করছি, বনলতা এক্সপ্রেসের জার্নিটা অনেক দুর্দান্ত কিছু একটা হবে।”




































































































































































































