ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নারী পুলিশ সদস্যকে রোহিঙ্গা যুবকের ইভটিজিং: পুলিশ-রোহিঙ্গা ধস্তাধস্তি!

ইকবাল হোসাইন, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • Update Time : ০৪:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ২০ Time View

উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত পৌণের ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা। একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

নারী পুলিশ সদস্যকে রোহিঙ্গা যুবকের ইভটিজিং: পুলিশ-রোহিঙ্গা ধস্তাধস্তি!

ইকবাল হোসাইন, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Update Time : ০৪:০২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

উখিয়ায় ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা হয়েছে।

রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত পৌণের ১০টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পিছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পিছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা। একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।