নারী-পুরুষের বৈষম্য না করলেই উন্নত বিশ্বের মত এগিয়ে যাবে বাংলাদেশ: জবি উপাচার্য

- Update Time : ০৮:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২১ Time View
নারী পুরুষের ভেতর বৈষম্য না করলেই উন্নত বিশ্বের দেশ গুলোর মত এগিয়ে যাবে বাংলাদেশ বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেক হালিম।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজিত শীতকল্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য আরও বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী সৃষ্টির মূল লক্ষ্য হলো গণজাগরণমূলক গান ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। আর এই জনসচেতনতা আমাদের সবার ভেতর মূল্যবোধ তৈরি করে। এই মূল্যবোধের মাধ্যমে গড়ে উঠবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, নারী-পুরুষের মধ্যে সমতা, বৈষম্যহীন সমাজ এবং বহুমাত্রিক বাংলাদেশের সমন্বয়ে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি ছিল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন, পুঁথিপাঠ সহ বিভিন্ন ব্যান্ডদলের পরিবেশনা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়