রূপগঞ্জে বিএনপির নারী সমাবেশে দিপু
নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব

- Update Time : ১০:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২০ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌর এলাকার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সমাবেশে কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারীরা নিজ নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস সংকট ও জলাবদ্ধতাসহ নানান সমস্যা তুলে ধরে এর সমাধানের দাবি জানান।
প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন,
> “নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দেশেই প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করেছেন।”
তিনি আরও বলেন,
> “তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মূল লক্ষ্য হলো মা-বোন, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন। এই ৩১ দফার ভিত্তিতেই আগামী দিনে গড়ে উঠবে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ।”