নারীদের করা পিটিশনের শুনানি হবে ভারতের সুপ্রিম কোর্টে

- Update Time : ১১:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৪১ Time View
ভারতের মণিপুরে সহিংসতা সম্পর্কিত কয়েকটি পিটিশনের শুনানি করতে চলেছে দেশটির সুপ্রিম কোর্ট। গত তিন মাস ধরে জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি।
বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর ওপরও শুনানি হবে। ওই ভিডিওতে দেখা যায়, একদল মানুষ দুই নারীকে নগ্ন করে গ্রামে ঘোরাচ্ছে। পরে তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। বিষয়টি গোটা ভারতে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।
মে মাসের প্রথম দিকে মণিপুরে সহিংসতা শুরু হওয়ার পর পর তাদের ওপর ওই হামলা চালানো হয়। তবে চলতি মাসেই বিষয়টি সামনে আসে। ওই দুই নারীর পিটিশনে সুষ্ঠু বিচার এবং তাদের পরিচয় রক্ষার দাবি জানানো হয়েছে।
আরেকটি পিটিশন করা হয়েছে ফেডারেল সরকারের পক্ষ থেকে। সেখানে সুপ্রিম কোর্টকে মামলার বিচারকে রাজ্যের বাইরে নিয়ে যেতে এবং ছয় মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। নৈসর্গিক রাজ্য মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং সংখ্যালঘু কুকি উপজাতি স¤প্রদায়ের সদস্যদের মধ্যে সহিংসতায় গত তিন মাসে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।
ভিডিওতে থাকা নারীরা কুকি স¤প্রদায়ের। আর তাদের ঘিরে থাকা পুরুষরা মেইটি গ্রæপের।
ঘটনার কয়েকদিন পরে দায়ের করা একটি পুলিশ অভিযোগ অনুসারে, একজন নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকারও হয়েছিলেন। এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার একদিন পর ২০ জুলাই প্রথম অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মণিপুরের সংকট মোকাবিলায় নরেন্দ্র মোদির সরকার যথেষ্ট কাজ করছে না বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কারণ মোদির ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) মণিপুরে ক্ষমতায় আছে।
যদিও ভিডিওটি প্রকাশ্যে আসার পর মোদি মণিপুরের সংকট নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ঘটনাটি দেশকে লজ্জিত করেছে। দোষীদের রেহাই দেওয়া হবে না। সূত্র: বিবিসি