নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
- Update Time : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১ Time View
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাণহানি না ঘটলেও কারখানাটি পুড়ে গেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ফতুল্লা থানার পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে এ আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।
ফতুল্লা ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম জানান, দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো কারখানার কিছু জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে।
তিনি বলেন, আগুন পুরোপুরি নেভাতে আমরা এখনো কাজ করছি। যেহেতু এটি একটি প্লাস্টিকের কারখানা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































