ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত পুলিশ কনস্টেবল আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
  • Update Time : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ৮১ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগে জনতা ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে।

গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত কনস্টেবল জেলার রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বানিজ্য মেলায়।

আটককৃত মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে। সে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। কনস্টেবল ইমরানের বাড়ী চাদঁপুর জেলায়। এক সময় সে আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। সে সুযোগে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন বলে জানান আটককারীরা। স্থানীয়রা তার বিচার দাবী করেন।

জানা গেছে, আটক ইমরান দীর্ঘদিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সাথে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিল। অভিযোগ আছে, সে পুলিশের পোষাক ও হ্যান্ডকাপ ব্যাবহার করে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতা করছিল । এ অভিযোগে পুলিশ কনস্টেবল ইমরান ও মাসুম নামের ২ জনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেন।

সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহ জনক ভাবে তাকে আটক করা হয়েছে। জনগণের দাবী সে ওই এলাকাতে এসে বিভিন্ন অপকর্ম করে থাকে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, জনতা ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। অপর জন মাদক ব্যবসায়ী। ইমরান ঘটনাস্থলে কি কারণে গিয়েছে তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জে ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত পুলিশ কনস্টেবল আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
Update Time : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগে জনতা ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে।

গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত কনস্টেবল জেলার রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বানিজ্য মেলায়।

আটককৃত মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে। সে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। কনস্টেবল ইমরানের বাড়ী চাদঁপুর জেলায়। এক সময় সে আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। সে সুযোগে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন বলে জানান আটককারীরা। স্থানীয়রা তার বিচার দাবী করেন।

জানা গেছে, আটক ইমরান দীর্ঘদিন ধরে ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সাথে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিল। অভিযোগ আছে, সে পুলিশের পোষাক ও হ্যান্ডকাপ ব্যাবহার করে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতা করছিল । এ অভিযোগে পুলিশ কনস্টেবল ইমরান ও মাসুম নামের ২ জনকে আটক করে জনতা পুলিশের হাতে তুলে দেন।

সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান জানান, সন্দেহ জনক ভাবে তাকে আটক করা হয়েছে। জনগণের দাবী সে ওই এলাকাতে এসে বিভিন্ন অপকর্ম করে থাকে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, জনতা ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে। এর মাঝে একজন পুলিশ কনস্টেবল ইমরান। অপর জন মাদক ব্যবসায়ী। ইমরান ঘটনাস্থলে কি কারণে গিয়েছে তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।