নারায়ণগঞ্জে কারখানায় অনুপ্রবেশ ও হামলার চেষ্টা: নিরাপত্তা জোরদারের দাবি

- Update Time : ১২:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / ১২৬ Time View
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নাসিক ২৪-২৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সুরুচি ভেজিটেবল অয়েল লিমিটেড কারখানায় বহিরাগতদের অবৈধ অনুপ্রবেশ ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
কোম্পানির নিরাপত্তা কর্মীদের দাবি, গত ২৮ মে (বুধবার) দুপুরে স্থানীয় মোঃ জাভেদ হোসেন নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
নিরাপত্তা কর্মী মোঃ ইমরান হাসান জানান, বহিরাগত দলটি কোম্পানির নিরাপত্তারক্ষীদের সাথে দুর্ব্যবহার করে এবং কারখানার উন্মুক্ত স্থানে জোরপূর্বক গরুর হাট বসানোর হুমকি দেয়।
তিনি আরো বলেন, এ ঘটনা কোম্পানির কোনো মালিকের অনুমতি ছাড়াই সংঘটিত হয়, যা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আপাতত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়।
সরুচি ভেজিটেবল অয়েল লিমিটেডের মালিক পক্ষ জানায়, কোম্পানির বর্তমান দায়িত্বে রয়েছেন ফিরোজা হোসেন, শেখ সজিব (ইউনুস), ও তাদের ওয়ারিশ শেখ অপূর্ব। তাঁরা কোম্পানির নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারখানার কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি আইনগত ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।