নাটোর-১ আসনে ভাই-বোন সহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ১০:৪৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ২০ Time View
নাটোর ১, ( লালপুর – বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী (২৯ ডিসেম্বর ২০২৫) রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট ভাই-বোনসহ ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

সোমবার দুপুরের পর থেকেই লালপুরের সহকারী রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের নিকট মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল, জামায়াতে ইসলামী মনোনীত আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু, বিএনপির মনোনীত প্রার্থীর ভাই ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন, খেলাফত মজলিসের ডা. আজাবুল হক, গণ অধিকার পরিষদের মেহেদী হাসান সোহাগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল, গণসংহতি আন্দোলনের মো: সেন্টু আলী, মোটরচালক দলের বাবু হোসেন।

এদিকে সোমবার বিকেলে নাটোর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীনের হাতে মনোনয়নপত্র জমা দেন নাটোর-১ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোকাররেবুর রহমান নাসিম, এবং বাগাতিপাড়া সহকারী রিটারনিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহহিল বাকী, স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন, স্বতন্ত্র প্রার্থী এ,এস,এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় প্রার্থীরা নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও লেভেল প্লায়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

































































































































































































