ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে মেয়ের বান্ধবীকে ধর্ষণ

নাটোর প্রতিনিধি
  • Update Time : ১১:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ১৮৫ Time View

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার এনারুল ইসলাম (৪০) উপজেলার রামানান্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে হাসুয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন তার বান্ধবীর বাবা এনারুল ইসলাম।

এসময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলে এনারুল পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মীমাংসা করা হয়।

তবে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

নাটোরে মেয়ের বান্ধবীকে ধর্ষণ

নাটোর প্রতিনিধি
Update Time : ১১:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

নাটোরের লালপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ের বান্ধবীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ওয়ালিয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার এনারুল ইসলাম (৪০) উপজেলার রামানান্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে হাসুয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন তার বান্ধবীর বাবা এনারুল ইসলাম।

এসময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন এগিয়ে এলে এনারুল পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে ১০ লাখ টাকায় মীমাংসা করা হয়।

তবে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা এনারুল ইসলামের নামে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে ওয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।