নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান সৌদির

- Update Time : ০৭:২২:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ২৩২ Time View
নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে লেবাননের সৌদি আরব দূতাবাস। ছাড়া সশস্ত্র সংঘর্ষ হয়েছে এমন এলাকাতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর আল-জাজিরার। এছাড়া সশস্ত্র সংঘর্ষ হয়েছে এমন এলাকাতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার ‘এক্স’ এ পোস্ট করা একটি বিবৃতিতে সৌদি দূতাবাস তার নাগরিকদের সশস্ত্র সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন না করার জন্য সতর্ক করেছেন। সরকারি সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
তবে লেবাননের কোন এলাকাগুলো তার নাগরিকদের এড়াতে পরামর্শ দিচ্ছে তা নির্দিষ্ট করেনি সৌদি দূতাবাস বিবৃতিতে আরও বলা হয়, দূতাবাসটি সৌদি নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর জোর দিয়েছে।
এছাড়া ১ আগস্ট, যুক্তরাজ্য লেবাননে ভ্রমণ সংক্রান্ত পরামর্শে , এইন এল-হিলওয়েহ-এর ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে লেবাননের দক্ষিণের কিছু অংশে জরুরি দরকার ছাড়া ভ্রমণ করতে নিষেধ করেছে।