নাইজেরিয়ায় মসজিদের ছাঁদ ধসে নিহত ৭

- Update Time : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ৯৪ Time View
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদের ছাঁদ ধসে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। খবর আল জাজিরার।
গত শুক্রবার উত্তরাঞ্চলীয় জারিয়া শহরে জুমার নামাজ চলাকালে মসজিদের ছাদের মূল অংশ ধসে পড়ে এদুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই প্রথমে চারজনের মরদেহ পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকারী দল এসে মসজিদের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে আরও তিনটি মরদেহ উদ্ধার করে স্বেচ্ছাসেবীরা। জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
১৮৩০ সালে নির্মিত হয় মসজিদটি। তবে হঠাৎ কেনো এর ছাঁদ ধসে পড়লো, তার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণ বিধিমালা খুব গুরুত্ব দিয়ে মানা হয় না আর এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারিও দুর্বল। নির্মাণকাজে প্রায়ই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়