নরসিংদী-২ আসনে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা
- Update Time : ০৪:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৯৯ Time View
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ২ আসেনর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
পরে শোভাযাত্রাটি নির্বাচনি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান। এর আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারাল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেলারেল মাসুদ করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।
নরসিংদী -২ আসনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।


































































































































































































