আরও
ব্রেকিং নিউজঃ
নরসিংদীর মাধবদীতে টেক্সটাইলে ভয়াবহ আগুন, দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী প্রতিনিধি
- Update Time : ০৭:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫১ Time View
নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে মরিয়ম টেক্সটাইলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রাফি।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জানান,আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা শুরু করে।
তবে বিকেল ৩ টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত সম্পর্কে ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।