ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নরসিংদীতে সমলয়ে পদ্ধতিতে বোরো ধানের চাষ- কৃষকের মুখে হাসি

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : ০৬:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ১১০ Time View

নরসিংদীতে হাতের স্পর্শ ছাড়াই সমলয়ে যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ সরকারী খরচে কৃষি বিভাগের উদ্যোগে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নরসিংদী সদর বাগহাট্রা এলাকায় ৯৫ জন কৃষকের দেড়শ বিঘা জমিতে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে বি-৮৯ জাতের উচ্চ ফলনশীল জাতের ধানের চারা রোপণ করা হয়। ধানের চারা রোপণ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসন চৌধুরী। সদর নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি বিভাগের পরিচালক আজিজুর রহমান,কৃষি অফিসার আ.হাই সরকার,সালেহ উদ্দিন টিপু,নরসিংদী কৃষি অফিসার স্বাক্ষর চন্দ্র বনিক, বিএনপি নেতা বিজি রশিদ নশেরসহ হাজারো কৃষক,কিষানী অংশ গ্রহন করেন।

তারা বলেন মানুষের হাতের স্পর্শ ছাড়াই প্লাস্টিকের ট্রেতে তৈরী করা হচ্ছে বীজ তলা। সেখান থেকে ট্রেতে তুলে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। আর যন্ত্রের মাধ্যমেই চারা রোপণ আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। এতে সময় খরচ ও শ্রমিক কম লাগায় খুশি এখানকার কৃষকরা। আর এই প্রথম নরসিংদী সদর উপজেলায় বাগহাট্রা এলাকায় প্রায় দেড়শ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে রোপণ করা হচ্ছে উচ্চ ফলনশিল ব্রি-ধান ৮৯ জাতের ধানের চারা। হাজারো কৃষক জমায়েত হয়ে উপভোগ করছে যন্ত্রের মাধ্যমে লাগানো ধানের চারা। আর প্রতি বিঘাতে ধান ফলন হবে আটাশ থেকে ত্রিশ মণ । সমলয়ে পদ্ধতিতে নরসিংদী সদরে উচ্চ ফলনশীল ব্রি-ধান ৮৯ জাতের ধানের আবাদ হচ্ছে এজন্য কৃষকদের বিনামূল্যে বীজ সারসহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সহযোগীতা।কৃষিতে যান্ত্রিকী করন এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করছেন তারা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসমে নরসিংদীর ৬টি উপজেলায় ৫৬ হাজার ৬ শত ১৮ হেক্টর জমিতে বোরোধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।

 

Please Share This Post in Your Social Media

নরসিংদীতে সমলয়ে পদ্ধতিতে বোরো ধানের চাষ- কৃষকের মুখে হাসি

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি
Update Time : ০৬:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

নরসিংদীতে হাতের স্পর্শ ছাড়াই সমলয়ে যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ সরকারী খরচে কৃষি বিভাগের উদ্যোগে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরে নরসিংদী সদর বাগহাট্রা এলাকায় ৯৫ জন কৃষকের দেড়শ বিঘা জমিতে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে বি-৮৯ জাতের উচ্চ ফলনশীল জাতের ধানের চারা রোপণ করা হয়। ধানের চারা রোপণ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসন চৌধুরী। সদর নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি বিভাগের পরিচালক আজিজুর রহমান,কৃষি অফিসার আ.হাই সরকার,সালেহ উদ্দিন টিপু,নরসিংদী কৃষি অফিসার স্বাক্ষর চন্দ্র বনিক, বিএনপি নেতা বিজি রশিদ নশেরসহ হাজারো কৃষক,কিষানী অংশ গ্রহন করেন।

তারা বলেন মানুষের হাতের স্পর্শ ছাড়াই প্লাস্টিকের ট্রেতে তৈরী করা হচ্ছে বীজ তলা। সেখান থেকে ট্রেতে তুলে ট্রাস প্লান্টার যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। আর যন্ত্রের মাধ্যমেই চারা রোপণ আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। এতে সময় খরচ ও শ্রমিক কম লাগায় খুশি এখানকার কৃষকরা। আর এই প্রথম নরসিংদী সদর উপজেলায় বাগহাট্রা এলাকায় প্রায় দেড়শ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে রোপণ করা হচ্ছে উচ্চ ফলনশিল ব্রি-ধান ৮৯ জাতের ধানের চারা। হাজারো কৃষক জমায়েত হয়ে উপভোগ করছে যন্ত্রের মাধ্যমে লাগানো ধানের চারা। আর প্রতি বিঘাতে ধান ফলন হবে আটাশ থেকে ত্রিশ মণ । সমলয়ে পদ্ধতিতে নরসিংদী সদরে উচ্চ ফলনশীল ব্রি-ধান ৮৯ জাতের ধানের আবাদ হচ্ছে এজন্য কৃষকদের বিনামূল্যে বীজ সারসহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সহযোগীতা।কৃষিতে যান্ত্রিকী করন এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করছেন তারা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসমে নরসিংদীর ৬টি উপজেলায় ৫৬ হাজার ৬ শত ১৮ হেক্টর জমিতে বোরোধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।