নয়াপল্টনের শ্রমিক সমাবেশে জনস্রোত

- Update Time : ০৪:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ১৮ Time View
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে।
বৃহস্পতিবার (১ মে) সমাবেশ আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকেই সমাবেশস্থল ভরে ওঠে নেতাকর্মীদের ঢলে়।
ঢাকা মহানগরীসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের ব্যানার, নানা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অংশ নেন কর্মসূচিতে। সমাবেশস্থল ও আশপাশের এলাকায় দলীয় স্লোগান, সংগীত এবং ঢাক-ঢোলের আওয়াজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশের মঞ্চে জাসাসের শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও গণসংগীত। এতে পুরো নয়াপল্টন এলাকায় এক ধরনের আন্দোলনমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলছেন, এটি শুধু শ্রমিকদের দাবি-দাওয়ার সমাবেশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়