ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সিলেটে ইসি আনোয়ারুল ইসলাম

নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে অনলাইন রেজিস্ট্রেশন শুরু

মো. মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
  • Update Time : ০৪:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১০৯ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে আগ্রহী ভোটাদের জন্য নভেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

রোববার সিলেটের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার বলেন, “নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোটারদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। শুধু প্রবাসীরাই নন, কারাবন্দি ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরাও ডাকযোগে ভোট দিতে পারবেন।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। সকল দপ্তর ও জনগণের সহযোগিতা না পেলে নির্বাচন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়।”

আনোয়ারুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, “বিগত তিনটি নির্বাচনকে দৃষ্টান্ত হিসেবে নিলে বিপর্যয় অবধারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো লক্ষ্য নির্ধারণ করে দেয়নি। ফলে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্বের জায়গায় থাকবে না।”

তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হবে। এছাড়াও সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা সময়মতো জানিয়ে দেওয়া হবে। ৪২,৬১৮টি কেন্দ্রে শক্ত, নির্ভেজাল ও প্রতিশ্রুতিবদ্ধ প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা দেন তিনি।

এর আগে সকালে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তাঁর বক্তব্য বলে জানান তিনি।

এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

সিলেটে ইসি আনোয়ারুল ইসলাম

নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে অনলাইন রেজিস্ট্রেশন শুরু

মো. মুহিবুর রহমান, সিলেট প্রতিনিধি
Update Time : ০৪:০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে আগ্রহী ভোটাদের জন্য নভেম্বর থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

রোববার সিলেটের সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য প্রকাশ করেন।

নির্বাচন কমিশনার বলেন, “নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোটারদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। শুধু প্রবাসীরাই নন, কারাবন্দি ব্যক্তি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টরাও ডাকযোগে ভোট দিতে পারবেন।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচন সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। সকল দপ্তর ও জনগণের সহযোগিতা না পেলে নির্বাচন কমিশনের একার পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়।”

আনোয়ারুল ইসলাম সতর্ক করে দিয়ে বলেন, “বিগত তিনটি নির্বাচনকে দৃষ্টান্ত হিসেবে নিলে বিপর্যয় অবধারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো লক্ষ্য নির্ধারণ করে দেয়নি। ফলে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্বের জায়গায় থাকবে না।”

তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি ভোটার তালিকা পুরোপুরি প্রস্তুত হবে। এছাড়াও সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা সময়মতো জানিয়ে দেওয়া হবে। ৪২,৬১৮টি কেন্দ্রে শক্ত, নির্ভেজাল ও প্রতিশ্রুতিবদ্ধ প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা দেন তিনি।

এর আগে সকালে সিলেট পুলিশ লাইনসে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না।”

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তাঁর বক্তব্য বলে জানান তিনি।

এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।