ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

নববর্ষের প্রথম দিন ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৫:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ২৯ Time View

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ সালের প্রথম দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টায় পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে ছিল পটকার শব্দ। এদিকে, বুধবার সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে জার্মানির মিউনিখ শহর।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২২৪। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা মিউনিখের ৩৪০। শহরটির বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।

এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা, চতুর্থ নম্বরে ইতালির মিলানো এবং পঞ্চম কসোভোর প্রিস্টিনা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

নববর্ষের প্রথম দিন ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

জাতীয় ডেস্ক
Update Time : ০৫:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ সালের প্রথম দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টায় পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে ছিল পটকার শব্দ। এদিকে, বুধবার সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে জার্মানির মিউনিখ শহর।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।

সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২২৪। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা মিউনিখের ৩৪০। শহরটির বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।

এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা, চতুর্থ নম্বরে ইতালির মিলানো এবং পঞ্চম কসোভোর প্রিস্টিনা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।