নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে প্রাথমিক শিক্ষা অফিসের ফুলেল শুভেচ্ছা

- Update Time : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪
- / ২৪৬ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার) কে প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
সোমবার(১০ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের রুমে উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছা প্রদানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহতাবুর রহমান বুলেট, মোতাহার হোসেন,ফারুক হোসেন, রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ, মাগুরা মাষ্টার পাড়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম,গাড়াগ্ৰাম উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ,কেশবা ইউনাইটেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ।
এ সময় চেয়ারম্যান রশিদুল ইসলাম(রশিদ ঠিকাদার)বলেন, কিশোরগঞ্জ উপজেলার প্রতিটি পরিবারের শিশু সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাদের ভূমিকা অতুলনীয়, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে আপনাদের সহযোগিতা চাই। আর আমিও আপনাদের সহযোগিতা করতে সব সময় প্রস্তুত।