নবজাতকের মুখে ‘আল্লাহ-আল্লাহ’ ধ্বনি!

- Update Time : ০৯:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৫২ Time View
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার একটি হাসপাতালে সদ্য জন্ম নেওয়া নবজাতকের মুখে ‘আল্লাহ-আল্লাহ’ ধ্বনি শুনে সাধারণ মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত (৪ ডিসেম্বর) বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদর এলাকার আল রাজ্জাক ডিজিটাল হাসপাতালে এক নবজাতের জন্ম হলে আল্লাহ আল্লাহ ডাকতে থাকেন। এসময় অপারেশন থিয়েটারে থাকা কেউ একজন এই দৃশ্যের ৩৯ সেকেন্ডের ভিডিও ধারণ করে রেখে দেন।
সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) প্রচার হলে মহুর্তেই ভাইরাল হয়ে যায়। নবজাত শিশু ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিনের ধামাউড়া এলাকার রাসেল-ফেরদৌসা দম্পতির ছেলে সন্তান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আল রাজ্জাক ডিজিটাল হাসপাতালের পরিচালক আবুল হাসেম জানান, গত ৪ ডিসেম্বর রাতে ফেরদৌসা নামে একজন সিজারের রোগী ভর্তিহন। পরে অপারেশন থিয়েটারে নেওয়া হলে তিনি ছেলে সন্তানের জন্মদেন। জন্মের পর-পরই নবজাতক শিশুটি আল্লাহ আল্লাহ ডাকতে থাকেন, এসময় চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতালে।
পরে পরিচালক আবুল হাসেম সিজারিয়ান মহিলার শাশুড়ীর কাছে জানতে পারেন , নবজাতক শিশুর মা একজন দ্বীনি পরহেজগার মহিলা, তিনি সব সময় মুখে আল্লাহ আল্লাহ জিকির করেন। কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, এমনকি গর্ভবস্থায়ও।