নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী, শপথ রোববার
- Update Time : ১১:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১৯ Time View
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন।
বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে।
জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
আজ সোমবার রাত পৌনে ১১টায় আইন মন্ত্র নালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগের কোন গেজেট প্রকাশ হয়নি।এদিকে, নতুন বিচারপতি শপথ নেবেন আগামী রোববার।
গত বছর ১০ ই আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ববান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি অবসরে যাবেন।
বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।





























































































































































































