আ. লীগ নিষিদ্ধের দাবি
নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ

- Update Time : ০৭:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৭ Time View
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার দাবি।
ছাত্র জনতা এবার শাহবাগ অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে।’
কিছুক্ষণ পরে আরেক পোস্টে হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুধু এনসিপির দাবি নয়। এই দাবি জুলাইয়ের সকল শক্তির দাবি।
এই সমাবেশ জুলাইয়ের সকল শক্তির সমাবেশ।
এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনের সমাবেশ থেকেও একই ঘোষণা দেন তিনি। ঘোষণার পর সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে সাধারণ ছাত্র জনতার একটি মিছিল শাহবাগের দিকে যায়। এবং শাহবাগ ব্লগেট করে রাখেন।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ইন্টিরেম সরকার আমাদের দাবি মানে নাই। তাদের কানে আমাদের দাবি পৌঁছে নেই। তাই আমরা ব্লকেট দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে ছাড়বো। আজ থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত শাহবাগ ব্লকেট থাকবে।’