ব্রেকিং নিউজঃ
নড়াইলে পাটের সর্বনিম্ন মুল্য ৪ হাজার টাকার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি
- Update Time : ১১:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫০ Time View
পাট চাষীদের বাঁচাতে পাটের সর্বনিম্ন মুল্য ৪ হাজার টাকা নির্ধারণের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আতাউর রহমান কালু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডাভোকেট এস এ মতিন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন রায়, বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার সহ-সভাপতি কংকন পাঠক, আনিচুর রহমান, সঞ্জিত রাজবংশী, কৃষক নেতা বক্কার মিনে, রশিদ মোল্যা, মো. আলাউদ্দিন মোল্যা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সার, তেল, বীজ, শ্রমিকের মুল্য বৃদ্ধি পেলেও বাজারে পাট বিক্রি হচ্ছে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা। এতে করে কৃষকের খরচের টাকা উঠছে না। উল্টো লোকসানের মুখে পড়েছে। পাটের দাম সর্বনিম্ন ৪হাজার টাকা করা ও সরকারীভাবে পাট ক্রয়ের ব্যবস্থা করা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। অন্যথায় এদেশের কৃষকদের বাঁচিয়ে রাখা যাবে না। পাশাপাশি ধানের মুল্য সর্বনিম্ন দেড় হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত পাট চাষীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়