ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশুরা, চাপ বাড়লেও থামছে না ইসরায়েল নিজের কণ্ঠস্বর নকল করায় ক্ষুব্ধ হানিফ সংকেত, নিচ্ছেন আইনি ব্যবস্থা দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি টিকটক ভিডিও করতে ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই : পুলিশ পাকিস্তানের পালটা হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি ভবিষ্যতে কারও বাসায় গিয়ে মব সৃষ্টি করবে না, এই মুচলেকায় ছাড়া হয়েছে সমন্বয়কদের হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সতর্ক মমতা ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ রেলে লুটপাটের নেত্রী তাবাসসুমের দুই সহযোগী সাদরুল ও সালাহউদ্দিন

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সম্মেলনে ইমরান ফরাজীর নেতৃত্বে বিশাল মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / ৬৪ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। মাদকাসক্ত, দুষ্কৃতিকারী কিংবা অন্য কোনো বিতর্কিত ব্যক্তির এ সংগঠনে কোনো স্থান নেই। ’

তারা বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল বিগত ১৬ বছর ধরে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সংগ্রাম করে চলেছে ভবিষ্যতেও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।’

পদপ্রত্যাশীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসেবন বা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত, তাদের এ সংগঠনে স্থান হবে না। সময়োপযোগী  আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। সুসময়ের কোকিল হয়ে অন্য কোনো সংগঠন থেকে এসে পদ পাওয়া যাবে না।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. সুজা উদ্দিন।

এদিন দুপুরের পর থেকে ছাত্রদলের পদ-প্রত্যাশীরা দলে দলে মিছিল নিয়ে সম্মেলন স্থলে জড়ো হন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং নতুন কমিটিতে সভাপতি পদ- প্রত্যাশী ইমরান আহমেদ ফরাজীর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে সম্মেলনে অংশ নেয়। মিছিলে ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বিভাগের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নতুন কমিটির সভাপতি পদ-প্রত্যাশী ইমরান আহমেদ ফরাজী বলেন, ‘নতুন কমিটিতে বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী, অবিবাহিত এবং যাদের ছাত্রত্ব আছে এমন নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।সাংগঠনিক টিমের প্রতি আমার প্রত্যাশা বিগত দিনে আন্দোলন সংগ্রাম এবং ৫ আগস্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ক্লিন ইমেজ সম্পন্ন এবং কর্মীবান্ধব নেতৃবৃন্দদের মূল্যায়ন করে কমিটি করা হবে।’

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী সম্মেলনে ইমরান ফরাজীর নেতৃত্বে বিশাল মিছিল

নজরুল বিশ্ববিদ্যালয়
Update Time : ১০:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠনের অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্ত মঞ্চে শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। মাদকাসক্ত, দুষ্কৃতিকারী কিংবা অন্য কোনো বিতর্কিত ব্যক্তির এ সংগঠনে কোনো স্থান নেই। ’

তারা বলেন, ‘গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল বিগত ১৬ বছর ধরে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সংগ্রাম করে চলেছে ভবিষ্যতেও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।’

পদপ্রত্যাশীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতারা বলেন, ‘যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসেবন বা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত, তাদের এ সংগঠনে স্থান হবে না। সময়োপযোগী  আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। সুসময়ের কোকিল হয়ে অন্য কোনো সংগঠন থেকে এসে পদ পাওয়া যাবে না।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. সুজা উদ্দিন।

এদিন দুপুরের পর থেকে ছাত্রদলের পদ-প্রত্যাশীরা দলে দলে মিছিল নিয়ে সম্মেলন স্থলে জড়ো হন। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং নতুন কমিটিতে সভাপতি পদ- প্রত্যাশী ইমরান আহমেদ ফরাজীর নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে সম্মেলনে অংশ নেয়। মিছিলে ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন বিভাগের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নতুন কমিটির সভাপতি পদ-প্রত্যাশী ইমরান আহমেদ ফরাজী বলেন, ‘নতুন কমিটিতে বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী, অবিবাহিত এবং যাদের ছাত্রত্ব আছে এমন নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।সাংগঠনিক টিমের প্রতি আমার প্রত্যাশা বিগত দিনে আন্দোলন সংগ্রাম এবং ৫ আগস্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ের ক্লিন ইমেজ সম্পন্ন এবং কর্মীবান্ধব নেতৃবৃন্দদের মূল্যায়ন করে কমিটি করা হবে।’