ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত কুবির ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা  টঙ্গীতে গাড়ির ধাক্কায় টাইলস মিস্ত্রি নিহত উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসছেন! চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে বর্ণিল উৎসব

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : ০৯:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১৬ Time View

সকল জরা-জীর্ণতাকে পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির পাশায় বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

দিনটি উপলক্ষে ১ বৈশাখ ১৪৩২, সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নানা বয়সের দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে এগিয়ে যান। হাতে হাতে বাহারি মুখোশ, চরকি, টেপা পুতুল ও পাখির প্রতিকৃতি শোভাযাত্রায় বাঙালির চিরায়ত সংস্কৃতির ছোঁয়া এনে দেয়।

শোভাযাত্রা শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান উপাচার্য। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এটি সব ধর্ম ও বর্ণের মানুষের সার্বজনীন মিলনমেলা। বৈশাখী উৎসব বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক।

তিনি নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর সিংহাসনে বসার পর ফসলি সন হিসেবে বাংলা বর্ষপঞ্জি চালু হয়। নববর্ষ পুরাতনকে বিদায় দিয়ে নতুন জীবনের আহ্বান জানায়। এ উৎসব আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে বন্ধন দৃঢ় করে, ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও কমিটির সদস্য-সচিব নগরবাসী বর্মনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে উপাচার্য গাহি সাম্যের গান মঞ্চের পাশে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের ২৬টি স্টল স্থান পায়। দুপুরে শুরু হয় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মঞ্চে পরিবেশিত হয় বৈশাখী গান, লোকগান ও লোকনৃত্য। দিনব্যাপী আয়োজনের শেষাংশ ছিল রাতের কিচ্ছা পালা।

এর আগে চৈত্রসংক্রান্তি ১৪৩১ উপলক্ষে ১৩ এপ্রিল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসব এবং সন্ধ্যায় ফানুস উৎসবের উদ্বোধন করেন উপাচার্য।

 

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে বর্ণিল উৎসব

ইয়াছিন, নজরুল বিশ্ববিদ্যালয়
Update Time : ০৯:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

সকল জরা-জীর্ণতাকে পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির পাশায় বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

দিনটি উপলক্ষে ১ বৈশাখ ১৪৩২, সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নানা বয়সের দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে এগিয়ে যান। হাতে হাতে বাহারি মুখোশ, চরকি, টেপা পুতুল ও পাখির প্রতিকৃতি শোভাযাত্রায় বাঙালির চিরায়ত সংস্কৃতির ছোঁয়া এনে দেয়।

শোভাযাত্রা শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান উপাচার্য। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এটি সব ধর্ম ও বর্ণের মানুষের সার্বজনীন মিলনমেলা। বৈশাখী উৎসব বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক।

তিনি নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন ১৫৫৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর সিংহাসনে বসার পর ফসলি সন হিসেবে বাংলা বর্ষপঞ্জি চালু হয়। নববর্ষ পুরাতনকে বিদায় দিয়ে নতুন জীবনের আহ্বান জানায়। এ উৎসব আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে বন্ধন দৃঢ় করে, ক্ষুদ্রতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও কমিটির সদস্য-সচিব নগরবাসী বর্মনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে উপাচার্য গাহি সাম্যের গান মঞ্চের পাশে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের ২৬টি স্টল স্থান পায়। দুপুরে শুরু হয় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় মঞ্চে পরিবেশিত হয় বৈশাখী গান, লোকগান ও লোকনৃত্য। দিনব্যাপী আয়োজনের শেষাংশ ছিল রাতের কিচ্ছা পালা।

এর আগে চৈত্রসংক্রান্তি ১৪৩১ উপলক্ষে ১৩ এপ্রিল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসব এবং সন্ধ্যায় ফানুস উৎসবের উদ্বোধন করেন উপাচার্য।