ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ২৪ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ফিতা কেটে এর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থাপনা নয়, এটি হবে মুক্তচিন্তা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে একাডেমিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সমৃদ্ধ হবেন।’’

তিনি আরও বলেন, ‘‘কারো কাছে যদি ‘জুলাই শহীদদের’ স্মৃতিসংক্রান্ত কোন তথ্য বা দলিল-দস্তাবেজ থেকে থাকে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এসব উপাত্ত সংরক্ষণের মাধ্যমে আমরা ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে চাই।’’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই ৩৬ কর্ণার’ শিক্ষার্থীদের জন্য একটি মুক্ত আড্ডার স্থান হিসেবে কাজ করবে। পাশাপাশি এটি মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চারও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ‘জুলাই শহীদদের’ আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। পরে ‘জুলাই শহীদদের’ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
Update Time : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদদের’ স্মরণে নির্মিত ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ফিতা কেটে এর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘‘জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থাপনা নয়, এটি হবে মুক্তচিন্তা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা নিয়ে একাডেমিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সমৃদ্ধ হবেন।’’

তিনি আরও বলেন, ‘‘কারো কাছে যদি ‘জুলাই শহীদদের’ স্মৃতিসংক্রান্ত কোন তথ্য বা দলিল-দস্তাবেজ থেকে থাকে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এসব উপাত্ত সংরক্ষণের মাধ্যমে আমরা ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে চাই।’’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই ৩৬ কর্ণার’ শিক্ষার্থীদের জন্য একটি মুক্ত আড্ডার স্থান হিসেবে কাজ করবে। পাশাপাশি এটি মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চারও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ‘জুলাই শহীদদের’ আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়। পরে ‘জুলাই শহীদদের’ স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।