নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের দাবি জানিয়ে প্রকাশ্যে এলেন শিবির সভাপতি

- Update Time : ১২:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ২৬৭ Time View
অবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে এসেছেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সা’দ কবির।
বুধবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি।
তিনি ফেসবুক পোস্টে লিখেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম পেরিয়ে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে জুলাই বিপ্লবের ১ বছর পূর্ণ হলেও এখনো প্রাণের ক্যাম্পাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার প্ল্যাটফর্ম ‘ছাত্র সংসদ’ গড়ে ওঠেনি; যেখানে শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা করতে পারবে, নেতৃত্বের প্রতিভা বিকশিত করতে পারবে, নিজেদের অধিকার আদায় করে নিতে পারবে।”
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দেওয়া ৯ দফার ৭ম দফায় ছাত্রসংসদ নির্বাচনের কথা উল্লেখ ছিল। ইতোমধ্যে আমাদের সমসাময়িক সময়ে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেলেও জাককানইবিতে ছাত্রসংসদ নির্বাচনে প্রশাসনের তেমন কোনো অগ্রগতি এখনো পরিলক্ষিত হয়নি। অতিসত্বর ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই, অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেরাই আদায় করে নেবে ইনশাআল্লাহ।’
এ বিষয়ে যোগাযোগ করলে ছাত্রশিবির সভাপতি সা’দ কবির খবরের কাগজকে বলেন, ‘আমাদের কমিটির ব্যাপারে বলতে গেলে এটা ওপেন সিক্রেট, যদিও আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কমিটি প্রকাশ করিনি, তবে কমিটি খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করব, আর আমাদের কমিটি ৮ সদস্য বিশিষ্ট।’অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এমন কোনো পরিবেশ পরিস্থিতি দেখা যায়নি যেই কারণে কারোর গুপ্ত থাকতে হয়, এখন তো সবাই স্বাধীনভাবে নিজের অধিকার চর্চা করার সুযোগ পেয়েছে, তবুও কী এমন পরিস্থিতির কারণে তারা এই রাজনৈতিক অধিকারের চর্চাটা প্রকাশ্যে করতে পারছে না সেটা আমিও জানতে চাই। সাংগঠনিকভাবে তাদের হয়তো কিছু একটা থাকতেই পারে, তবে এ ব্যাপারে আমার আহ্বান থাকবে তারা যেন প্রকাশ্যে আসে, রাজনীতিটা প্রকাশ্যে করে।’
ছাত্রশিবির কমিটিতে ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ রিমন সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়