ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
  • Update Time : ১০:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১৬৩ Time View

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চিত্রকর্মের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়াবলি তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “অনেক শিশু-কিশোরের চমৎকার অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।”

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক বিভাগে (প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত) বিষয় ছিল ‘সবার আগে বাংলাদেশ’, খ বিভাগে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’, গ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ এবং ঘ বিভাগে (নবম থেকে দশম শ্রেণি) ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়বস্তুর ওপর চিত্রাঙ্কন করা হয়।

আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসাদুল্লাহ আল গালিব, জাককানইবি প্রতিনিধি
Update Time : ১০:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা ঘুরে দেখেন। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চিত্রকর্মের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয়াবলি তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “অনেক শিশু-কিশোরের চমৎকার অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই নির্ধারিত পুরস্কারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।”

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। চারটি বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক বিভাগে (প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত) বিষয় ছিল ‘সবার আগে বাংলাদেশ’, খ বিভাগে (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’, গ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ এবং ঘ বিভাগে (নবম থেকে দশম শ্রেণি) ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়বস্তুর ওপর চিত্রাঙ্কন করা হয়।

আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, সহকারী অধ্যাপক রাশেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।