নচিকেতার নামে প্রেক্ষাগৃহ উদ্বোধন

- Update Time : ০৬:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ৩৫৯ Time View
সোমবার চালু হচ্ছে পশ্চিমবঙ্গের গায়ক নচিকেতা’র নামে প্রেক্ষাগৃহ। ‘জীবনমুখী’ গানের জন্য ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয় নচিকেতা চক্রবর্তী।
তার ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে ঘোরে। শ্রোতাপ্রিয় এ শিল্পীর নামে নির্মাণ করা হয়েছে প্রেক্ষাগৃহ। কলকাতার হাওড়া এলাকার আমতা নামের স্থানে নচিকেতার নামে ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘নচিকেতা মঞ্চ’।
সোমবার প্রেক্ষাগৃহ চালু হতে যাচ্ছে। সোমবার স্থানীয় সময় বেলা ১২ টায় এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করবেন নচিকেতা নিজেই। এদিন কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে ভুষিত করা হবে ‘জীবনকৃতি’ সম্মানে। ২০২১ সালের ১৪ আগস্ট হাওড়ার আমতায় একটি বেসরকারি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নচিকেতা।
সেখানেই কলেজ কর্তৃপক্ষ ঘোষণা করে কলেজটিতে নচিকেতার নামে একটি প্রেক্ষাগৃহ তৈরি হবে। নচিকেতার ছবি ও বিভিন্ন গানের লাইনে সেজে উঠবে প্রেক্ষাগৃহটির ভেতরের অংশ।
এমন খবরে নচিকেতা বলেছিলেন, ‘লজ্জা লাগছে। তবে আনন্দও হচ্ছে। আমার অনুষ্ঠান দিয়ে প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হলে আরও ভালো লাগবে। ’