নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশসহ যুবক নিহত

- Update Time : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬০ Time View
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় আহত নারী পুলিশ সদস্য বিচিত্রা রানী বিশ্বাস (৪৫) মারা গেছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই পদে কর্মরত ছিলেন। টানা ১০ দিন মৃত্যুর সাথে লড়াই করে শনিবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচিত্রা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম। এর আগে গত ৭ ফেব্রুয়ারি নগরকান্দার তালমা ইউনিয়নের মহিলা রোডে ট্রাকের ধাক্কায় বিচিত্রা রানী আহত হন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুরের নগরকান্দার মহিলারোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ অফিসার বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।
অন্যদিকে গত শুক্রবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার তালমা মোড়ের মাশাউজান এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়। তিনি সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম শেখের ছেলে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন বাসটি আগুন লেগে পুড়ে যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম।