নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট, চলাচলে দুর্ভোগ

- Update Time : ১১:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৭৫ Time View
নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা। সড়ক দুর্ঘটনার মামলায় কারাগারে থাকা এক বাসচালকের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ৬টায় তারা ধর্মঘট শুরু করেন। এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, সম্প্রতি আদালতে হাজিরা দিতে যাওয়া এক চালককে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকা ওই চালকসহ অন্য পরিবহণ শ্রমিকদের মুক্তির দাবিতে বাসচালক ও তাদের সহযোগীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এ অবস্থায় বাধ্য হয়ে মালিকরা রাস্তায় বাস নামাতে পারছেন না। বাস কবে থেকে চলবে- সেটা শ্রমিকদের ওপর নির্ভর করছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই নওগাঁ-সাপাহার রুটে চলাচলকারী একটি বাসের চালক শহরের জলিল পার্ক এলাকায় নিয়ন্ত্রণ হারালে দুটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসের যাত্রী, পার্কের দর্শনার্থীসহ অন্তত ২০ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর বাসের চালক ইমরান হোসেন ১৭ জুলাই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তখন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার পরবর্তী শুনানিতেও তার জামিন নামঞ্জুর হয়। ইমরানসহ সম্প্রতি বিভিন্ন দুর্ঘটনার মামলায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাত শ্রমিক কারাগারে আছেন। কারাগারে থাকা শ্রমিকদের মুক্তির দাবিতে আজ থেকে জেলার ভেতরের সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মোটর শ্রমিক ইউনিয়ন বা বাস মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়নি। ধর্মঘট ডেকেছেন সাধারণ শ্রমিকরা।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, গত ১ জুলাই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় জামিন নিতে গেলে অভিযুক্ত বাসচালককে কারাগারে পাঠানো হয়। ওই চালকের মুক্তির বিষয়ে পুলিশের কিছুই করার নেই। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্তি পেতে হবে। মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দুর্ঘটনার মামলার বিষয়টি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে কাজ করছেন।