ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

- Update Time : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ৩০৪ Time View
আইপিএলের নতুন আসরের ঠিক আগেই আইনি ঝামেলায় পড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন ধোনীর সাবেক ব্যবসায়িক সঙ্গী মিহির দিবাকর ও সৌম্যা দাস দম্পতি। অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি সংস্থার কর্ণধার এই দম্পতি। দিল্লি হাইকোর্টে এ মামলার শুনানি হবে বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
এর আগে মিহির এবং সৌম্যার নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন ধোনি। ওই অভিযোগে ধোনি বলেছেন, “অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি সইয়ের পর দিবাকর কিছু আপত্তিকর প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল অর্ক স্পোর্টসের। চুক্তি অনুযায়ী তারা টাকা পরিশোধ করেনি।” এজন্য ১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ আনেন ধোনি।
ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়কের অভিযোগ ভিত্তিহীন এবং অবমাননাকর দাবি করেই মানহানির মামলা করেছেন দিবাকর দম্পতি। ভারতের হয়ে ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন মিহির দিবাকর। ধোনির সঙ্গে রঞ্জি ট্রফিতেও খেলেছেন দিবাকর। ২০১৭ সালে দিবাকর-সৌম্যা দম্পতির সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ধোনি।
মানহানির মামলায় ক্ষতিপূরণও দাবি করেছেন এই দম্পতি। সঙ্গে বিষয়টি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয় সেই নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছেন তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়