চীন ও আমেরিকা
ধূমপান বাণিজ্যের নতুন যুদ্ধ

- Update Time : ০১:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ১৮৯ Time View
তামাক ও ভেপার কে টিকে থাকবে? নতুন এক প্রশ্ন বিশ্ববাসীর সম্মুখে উপস্থিত হয়েছে। চিরাচরিত ভাবেই তামাক জাতীয় পণ্য মানবজাতির ধূমপান আবিস্কারের পর থেকে সবাই তামাক থেকে তার বহুবিধ ব্যবহার অথবা উপযোগীতারও উদ্ভব ঘটিয়েছে; যেমন: হুক্কা, বিড়ি, সিগারেট, সিগার, পাইপ, খৈনি, সাদা পাতা,জর্দা এছাড়া তামাকের সাথে গাঁজা, চরস মিশিয়ে ধূম্রপান করা ও স্বপ্নের জগতে মানসিক ভ্রমণ ও ব্যাক্তিগত আনন্দ উপভোগ করে এসেছে, এখনও করছে।
আধুনিক বিজ্ঞান ও তার দ্রুত বিকাশ ভেপার বা ভেপ পণ্যটি ধূমপায়ীদের কাছে উপহার হিসেবে সামনে এনেছে। নতুন প্রজন্মসহ সকল বয়সী ধূমপায়ীদের কাছে খূব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক বড়ো বড়ো ব্রান্ডের তামাক ও সিগারেট জাতীয় পণ্য প্রস্তুতকারক, ব্যবসায়ী, বিপননকারি, ডিলার, এজেন্ট মহা দুশ্চিন্তায় পড়েছে ও মাথা ব্যাথার মহা কারণ হয়ে দাঁড়িয়েছে এই নব্য ধূম্রপান পণ্যটি। কারণ ধূমপান ব্যবসা একটি বিলিয়ন পাউন্ডের ব্যবসা।
ধূমপান এর ক্ষতিকর দিকগুলো নিম্নে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো (অন্যথায় আপনিতো পুড়ো লেখা না পড়েই চলে যাবেন,আমার চাকরিটা থাকবেনা):
১। ধূমপান বেশ কিছু মারাত্বক রোগের অন্যতম কারন। যেমন-
ক ) ক্যান্সার-থ্রোট, লিভার,ফুসফুস, মাউথ ও গাম, ওভারি ক্যান্সার উল্লেখযোগ্য
খ ) হার্ট ফেইলোর ও ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ ধূমপান হতে পারে। যদিও ব্যতিক্রম আছে।
গ ) ফারটিলিটি : পুরুষদের ফারটিলিটি তথা সন্তান নেয়ার সক্ষমতা কমিয়ে দিতে পারে। এছাড়া পুরুষাঙ্গে ক্যান্সারও হওয়ার ঝুঁকি থাকে, যৌন ক্ষমতা হ্রাস পায়। মহিলারাও একই সমস্যায় ভুগতে পারেন যদি ওভারিতে ক্যান্সার হয় তাহলে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ ও অসম্ভবও হতে পারে, ফলস্বরূপ সম্পর্কে ফাটল ও বিবাহ-বিচ্ছেদ পর্যন্ত হতে পারে,হচ্ছে।
ঘ )কর্ম-ক্ষমতা হ্রাস পেতে পারে কারন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, শ্বাস-প্রস্বাস বৃদ্ধি পাবে , দ্রুত হাঁটতে ও দৌড়াতে পারবেন না, টাইম, প্রোডাকশন ও কস্ট এফিসিয়েন্সি ও টার্গেট অ্যাচিভ করতে পারবেন না, ফলস্বরূপ আপনার কাজে অর্থাৎ জবে উন্নতি নাও হতে পারে, কাজ হারিয়ে ফেলতে পারেন, উদ্যোগ ও ব্যবসায় লোকসানসহ প্রতিযোগীতায় পিছিয়ে যেতে পারেন।
ঙ) ডায়াবেটিস যাদের আছে, তাদের জন্য ধূমপান পরিত্যাগ করা শুধু জরুরি নয় ফরজ হয়ে গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানে ডায়াবেটিসজনিত স্বাস্থ্যগত জটিলতাসমূহ প্রকট হতে থাকে এবং ফলস্বরূপ কিডনি, লিভার, ফ্যাটি লিভার, ফুসফুস, হৃৎপিণ্ড অতি দ্রুত অকেজো হতে থাকে এবং অকাল মৃত্যু ঘটায়। এমনকি অকাল পঙ্গুত্ব ঘটায়।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে পান মসলা, জর্দা, খৈনি থেকে দাঁত ও গাম সংশ্লিষ্ট ক্যান্সার একটি প্রকট সমস্যা হয়ে দেখা দিচ্ছে। এন.এইচ.এস তথা ন্যাশনাল হেলথ সার্ভিস, ব্রিটেন-এর স্মোকিং কুইট হেল্পলাইন বা টিম এখন ধূমপায়ীদেরকে ধূমপান ছেড়ে দেয়ার বিকল্প হিসেবে ভেপার পান করার জন্য পরামর্শ দিচ্ছে। তারা বলছে যে ভেপার সিগারেট বা তামাকের চাইতে এক হাজার গুন কম ক্ষতিকারক।
এন.এইচ.এস সহ উন্নত দেশগুলো তামাক সেবন নিয়ে প্রতিদিন গবেষণা করে যাচ্ছে এবং মিলিয়ন মিলিয়ন পাউন্ড প্রতি বছর হেলথ বা স্বাস্থ্য বাজেটে ব্যায় করছে, বিনামূল্যে ভেপার দিচ্ছে। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করে “Warning” সাইন লাগিয়েছে এবং কেউ সেই আইন ভাঙলে আর্থিক দণ্ডে দন্ডিত করা হয়।
এখন মূল বিষয়ে আসি। সিগারেট একটি হাজার হাজার কোটি টাকার ব্যবসা। আমেরিকান ব্রান্ডের সিগারেট কোম্পানিগুলো ব্যাবসা হারাচ্ছে ভেপারের কাছে। ভেপার একবার কিনলেই হয়ে যায়, দাম ও বেশী না,ফ্যাশনেবল, চরম একটা ভাব আছে ভাই যাইই বলেন, মেয়েরাতো ভেপারপায়ীদের প্রতি পুরাই ক্রাশ খাইছে, রিচার্জেবল, জুস বা লিকুইড ও বেশি দাম না, কতোরকমের ফ্লেভার পাওয়া যায়।ভেপার বানায় চীন বা চায়না অন্যদিকে সিগারেটের বড় বড় ব্র্যান্ডগুলো বানায় আমেরিকা।
বছরপ্রতি হাজার হাজার কোটি টাকার ব্যবসা দখল করার আরেকটি নয়া বাণিজ্যযুদ্ধ এই দুই দেশের বাণিজ্যযুদ্ধ, অর্থনৈতিক ও সুপার পাওয়ার ট্রফি ধরে রাখা ও ট্রফি ছিনিয়ে আনার লড়াইয়ে দুই দেশ মুখোমুখি হয়েছে, হচ্ছে আরো প্রকটতর হবে। একদিন হয়তো প্রিন্টেড পেপার-কপি ব্যাংক স্টেটমেন্টের মতো তামাকও হারিয়ে যেতে পারে স্বাস্থ্য ও পরিবেশগত কারণে।