‘ধুম ৪’-এ মুখ্য চরিত্রে রণবীর কাপুর

- Update Time : ০৩:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৮ Time View
পরপর ফ্লপের ভিড়ে আশার আলো দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। এর পর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ বক্স অফিসে মোটের উপর ব্যবসা করলেও তেইশের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ রিলিজের পর থেকেই রণবীর কাপুরের বৃহস্পতি তুঙ্গে! একের পর এক বিগ বাজেট প্রজেক্টের মুখ তিনি। শনিবার রণবীর কাপুরের ৪২তম জন্মদিনে এল নতুন চমক! ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর।
জানা গেছে, রণবীরকে নিয়ে ইতোমধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ছবির মূল ধারণা শোনার পর তিনি বরাবরই ‘ধুম-ফোর’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এবং এখন এই ফ্রাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, এই ছবির প্রাথমিক পর্যায়ের শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
এই ফ্রাঞ্চাইজি ফের ২০১৩ সালে আমির খানকেও বিপরীত চরিত্রে দেখা যায়। ফলে ধুম-এর পারদ চড়তে থাকে। এরপরই দর্শক মহলে চর্চা শুরু হয়ে যায় ‘ধুম-ফোর’ নিয়ে।
আদিত্য চোপড়া মনে করেন, রণবীর কাপুরই হলেন ধুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ মুখ। যদিও রণবীর এই সিনেমার নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন। বাকি চরিত্রগুলিতে কে কে আছেন, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। সূত্রের খবর, ‘ধুম-ফোর’ শুধুমাত্র একটি বিগ বাজেটের ছবিই নয়, বরং একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফিচার ফিল্ম হতে চলেছে।
‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি আগ্রহ থাকে। এর আগে যেটা করেছেন জন আব্রাহাম, হৃতিক রোশন, ও আমির খান। এবারের নতুন মুখ রণবীর কাপুর! যে কি না চোর ভূমিকায় থাকছেন ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে।
নওরোজ/এসএইচ