ধানমন্ডিতে আ.লীগের মিছিল, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৩

- Update Time : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৫ Time View
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
শুক্রবার সন্ধ্যার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে দলটির ১৫ জনের মতো সদস্য মিছিলের চেষ্টাকালে তাদের আটক করে স্থানীয় জনতা।
আটককৃতরা হলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), মো. সিরাজুল (৪৫) ও মো. রাজু (৩০)।
শুক্রবার রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ছাত্র-জনতার সহায়তায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।
তিনি জানান, সন্ধ্যার পর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় গ্রেপ্তারকৃত তিনজনসহ কয়েকজন মিলে একটি মিছিল বের করার চেষ্টা করে। পরে জনগণ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় ওই মিছিলে থাকা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জুয়েল রানা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়