ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

ধর্ষণ মামলায় হাজিরা দিতে এসে যা বললেন মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ৩৫৩ Time View

নারায়ণগঞ্জের আদালতে আজ মঙ্গলবার দুপুরে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হক। ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় ১১ দফায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ সময় আদালতপাড়ায় মামুনুল হক বলেন, সত্যের জয় হবেই। সে সময় তার অনুসারীরা মামুনুল হকের মুক্তির দাবি করে স্লোগান দেন।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগহণ শেষে আদালত আগামী ৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সাক্ষ্যদাতারা হলেন- রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও সাংবাদিক নুর নবী জনি। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে প্রমাণ হয় না মামুনুল হক এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো মিল নেই। সাক্ষীরা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। এর আগের সাক্ষীতে জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছিলেন মামুনুল হক ও তার মা জান্নাত জান্নাত আরা ঝর্ণার বিয়ে বৈধ।

মামুনুল হকের আইনজীবী আরও জানান, প্রশাসন জোরপূর্বক চাপ সৃষ্টি করে এই মিথ্যা মামলা করিয়েছে। সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মনিরুল হক ন্যায়বিচার পাবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, আজ মামুনুল হকের বিরুদ্ধে দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ২৪ জন সাক্ষী দিয়েছেন। সাক্ষীরা সকলেই বলেছেন মামুনুল হক ধর্ষণের সাথে সম্পৃক্ত।

এর আগে মামুনুল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন। তখন ওই নারীকে নিজের বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় হেফাজতের কর্মী-সমর্থকরা ওই রিসোর্ট ঘেরাও করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা অবস্থায় মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় নেতা-কর্মীরা। পরে রাতভর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত হেফাজতকর্মীরা। ওই ঘটনায় সোনারগাঁ থানায় বেশ কয়েকটি মামলা হয়।

ঘটনার প্রায় মাসখানেক পর ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে তারই দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন মাওলানা মামুনুল হক। তাদের আইনত বিয়ে হয়নি। এই মামলায় গত ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। এর আগে ১৮ এপ্রিল ঢাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

ধর্ষণ মামলায় হাজিরা দিতে এসে যা বললেন মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় তার কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলায় ১১ দফায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ সময় আদালতপাড়ায় মামুনুল হক বলেন, সত্যের জয় হবেই। সে সময় তার অনুসারীরা মামুনুল হকের মুক্তির দাবি করে স্লোগান দেন।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগহণ শেষে আদালত আগামী ৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সাক্ষ্যদাতারা হলেন- রয়েল রিসোর্টের পাবলিক রিলেশন অফিসার জাকির হোসেন ও সাংবাদিক নুর নবী জনি। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তাতে প্রমাণ হয় না মামুনুল হক এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো মিল নেই। সাক্ষীরা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। এর আগের সাক্ষীতে জান্নাত আরা ঝর্ণার ছেলে আব্দুর রহমান বলেছিলেন মামুনুল হক ও তার মা জান্নাত জান্নাত আরা ঝর্ণার বিয়ে বৈধ।

মামুনুল হকের আইনজীবী আরও জানান, প্রশাসন জোরপূর্বক চাপ সৃষ্টি করে এই মিথ্যা মামলা করিয়েছে। সব সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মনিরুল হক ন্যায়বিচার পাবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, আজ মামুনুল হকের বিরুদ্ধে দুজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ২৪ জন সাক্ষী দিয়েছেন। সাক্ষীরা সকলেই বলেছেন মামুনুল হক ধর্ষণের সাথে সম্পৃক্ত।

এর আগে মামুনুল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাঁকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়্যাল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন। তখন ওই নারীকে নিজের বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় হেফাজতের কর্মী-সমর্থকরা ওই রিসোর্ট ঘেরাও করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকা অবস্থায় মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যায় নেতা-কর্মীরা। পরে রাতভর সোনারগাঁয়ের মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন উত্তেজিত হেফাজতকর্মীরা। ওই ঘটনায় সোনারগাঁ থানায় বেশ কয়েকটি মামলা হয়।

ঘটনার প্রায় মাসখানেক পর ৩০ এপ্রিল মামুনুলের বিরুদ্ধে তারই দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারী ধর্ষণ মামলাটি দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন মাওলানা মামুনুল হক। তাদের আইনত বিয়ে হয়নি। এই মামলায় গত ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র গঠন করা হয়। এর আগে ১৮ এপ্রিল ঢাকায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করে।