ধর্ষণ মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী সহিদুল গ্রেফতার
- Update Time : ০৬:০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ২৩৪ Time View
রাজধানীর বাড্ডা এলাকায় গত ৯ এপ্রিল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার দীর্ঘদিন যাবৎ পলাতক ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ সহিদুলকে (২৭) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
র্যাবের তথ্য মতে, গ্রেফতারকৃত সহিদুল এবং মামলার ভিকটিম সোনারগাঁও থানাধীন পেঁচাইন এলাকার একটি স্থানীয় জুতার কারখানায় চাকুরি করার সুবাদে তাদের মধ্যে সুসর্ম্পক গড়ে ওঠে। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে ভিকটিম সহিদুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের মা বাদী হয়ে সোনারগাঁও থানায় গ্রেফতারকৃত সহিদুলের বিরুদ্ধে গত ২০ মার্চ ২০২৪ তারিখ একটি ধর্ষণ মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত সহিদুল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই সোনারগাঁও এলাকা ছেড়ে রাজধানীর বাড্ডা এলাকায় এসে আত্মগোপন করে। সেখানে নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন করে ছদ্মনাম ও পরিচয় ব্যবহার করে সে একটি স্থানীয় চায়ের দোকানে কাজ করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































