ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

দ্বীনদার-পরহেজগার মানুষ গড়তে ছারছীনার অবদান অনন্য – ছারছীনা পীর

বরগুনা প্রতিনিধি
  • Update Time : ০৯:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৮ Time View

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা বিভিন্ন সময় যে সকল আমল করি উক্ত আমলসমূহের লক্ষ্য-উদ্দেশ্য হল পরহেজগারি ও দ্বীনদারি। পরহেজগারি ও দ্বীনদারি হল দ্বীন ইসলামের ভিত্তিসমূহের একটি অন্যতম ভিত্তি ও খুটি।

তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না। দ্বীনদারি আমাদের অন্তরকে যাবতীয় নাপাকী-অপবিত্রতা থেকে পবিত্র করে এবং বিভিন্ন ধরনের মানবিক ব্যাধি যেমন- হিংসা-বিদ্বেষ, পরশ্রিকাতরাতা ইত্যাদি হতে মুক্ত করে। পরহেজগারি ও দ্বীনদারি ব্যাতীত পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এককথায় দ্বীনদারি ও পরহেজগারি ছাড়া ঈমান, ফল ছাড়া বৃক্ষের মত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া ছারছীনা দরবার শরীফ দ্বীনদার-পরহেজগার মানুষ গড়ার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলছে। যার ধাাবাহিকতা আজও বিশ্বব্যাপী বিদ্যমান।

আজ বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ মাগরীব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ ড. মুফতি মাওলানা মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।

আগামীকাল বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

দ্বীনদার-পরহেজগার মানুষ গড়তে ছারছীনার অবদান অনন্য – ছারছীনা পীর

বরগুনা প্রতিনিধি
Update Time : ০৯:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা বিভিন্ন সময় যে সকল আমল করি উক্ত আমলসমূহের লক্ষ্য-উদ্দেশ্য হল পরহেজগারি ও দ্বীনদারি। পরহেজগারি ও দ্বীনদারি হল দ্বীন ইসলামের ভিত্তিসমূহের একটি অন্যতম ভিত্তি ও খুটি।

তাকওয়া, পরহেজগারি ও আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় ছাড়া প্রকৃত ঈমানদার হওয়া যায় না। দ্বীনদারি আমাদের অন্তরকে যাবতীয় নাপাকী-অপবিত্রতা থেকে পবিত্র করে এবং বিভিন্ন ধরনের মানবিক ব্যাধি যেমন- হিংসা-বিদ্বেষ, পরশ্রিকাতরাতা ইত্যাদি হতে মুক্ত করে। পরহেজগারি ও দ্বীনদারি ব্যাতীত পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এককথায় দ্বীনদারি ও পরহেজগারি ছাড়া ঈমান, ফল ছাড়া বৃক্ষের মত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া ছারছীনা দরবার শরীফ দ্বীনদার-পরহেজগার মানুষ গড়ার ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলছে। যার ধাাবাহিকতা আজও বিশ্বব্যাপী বিদ্যমান।

আজ বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আমড়াগাছিয়া হুসাইনপুরস্থ দ্বিতীয় ছারছীনা খ্যাত খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিনদিনব্যাপী ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের ২য় দিন বাদ মাগরীব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ ড. মুফতি মাওলানা মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা ওসমান গণি ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুফাচ্ছির মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমূখ।

আগামীকাল বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে ও বিশেষ করে এলাকার মুর্দেগাণদের রূহের মাগফিরাত কামনা করে তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।