দৌলতপুরে তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী “চাচা-ভাতিজা” গ্রেফতার

- Update Time : ০৩:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১৬ Time View
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ১ নম্বর প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের,মৃত রহমত সরদারের ছেলে মন্জিল সরদার ও একই গ্রামের,শফিকুল সরদারের ছেলে টুটুল সরদার।এই দুইজনকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির ঠোটারপাড়া ক্যাম্প ও ছয় পরিবার এলাকার দায়িত্বরত জয়পুর বিজিবি ক্যাম্পের পৃথক দু’টি
অভিযানে ২৫ তারিখ দিবাগত রাত ২:৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মন্জিল ও টুটুলের সম্পর্ক আপন চাচা-ভাতিজা।
অভিযানকালে মন্জিলের স্বীকারোক্তিমুলে নিজ হেফাজত থেকে তাঁর বাড়ির উঠানের গোয়াল ঘর হতে ০১টি শর্ট গান এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত মন্জিলের দেয়া তথ্যের ভিত্তিতে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ পাকুড়িয়া ৬ পরিবার এলাকায়-তার আপন ভাতিজা টুটুল সরদারের হেফাজত হতে তাঁর বাড়িতে থাকা চাউলের ড্রামের ভিতর থেকে ০১টি বিদেশী পিস্তল,০১টি ম্যাগাজিন এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবির অভিযানিক দল। উল্লেখ্য,আটককৃত আসামি মঞ্জিল সর্দারকে বিস্তারিত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,উক্ত ব্যাক্তি দুই দিন পূর্বে উক্ত অস্ত্র দুইটি জয়পুর এর সীমান্তবর্তী ভারতীয় এলাকায় জনৈক ভারতীয় ব্যাক্তির নিকট থেকে অবৈধ ভাবে সংগ্রহ করেছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং ম্যাগাজিন এর আনুমানিক বাজারমূল্য ১,১৬,৬০০/- (এক লক্ষ ষোল হাজার ছয়শত) টাকা।
গ্রেফতারকৃত চাচা-ভাতিজা দুইজন সহ আরো অনেকে সিন্ডিকেট করে সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।অনুসন্ধানে জানা যায়,মন্জিল দৌলতপুর উপজেলা বিএনপি’র সদ্য সাধারণ সম্পাদক,হোগলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের লোক ও আটককৃত টুটুল দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে শিশির মোল্লার রাজনীতি করেন, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা-বিল্লাল চেয়ারম্যান (সাবেক) ও শিশির মোল্লার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসা কারবার করে আসছিলেন।এই চাচা-ভাতিজা সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে মাদক আমদানি ও পাইকারি বেচাকেনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।ফেন্সিডিল,গাঁজা ও বিভিন্ন অবৈধ অস্ত্র আমদানি করে দৌলতপুর উপজেলায় সরবরাহ করতেন বলে তথ্য রয়েছে।৫-ই-আগস্ট পটপরিবর্তনের পর দৌলতপুর উপজেলা ঘেষা পার্শ্ববর্তী দেশ ভারত-বাংলাদেশ বর্ডার হতে বিপুল পরিমান অস্ত্র ঢুকেছে দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে।উল্লেখিত চাচা-ভাতিজা ভারত হতে অবৈধ অস্ত্র,মাদক আমাদানি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে অনুসন্ধানে জানাগেছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) জনাব জাকিরুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি
জানান, “মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি হেডকোয়ার্টারের জিরো টলারেন্স নীতির আলোকে,কুষ্টিয়া ব্যাটালিয়ন(৪৭ বিজিবি)এর অধিনায়ক লেঃকর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান,পিএসসি এর সার্বিক তত্বাবধায়ন ও দিক নির্দেশনায় হাবিলদার মোঃ কুদ্দুস ফকির এর নেতৃত্বে প্রাগপুর বিওপির বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে চাচা ভাতিজা “মন্জিল ও টুটুল”এদের হেফাযতে থাকা পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল,০১টি শর্ট গান,০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সহ দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান,বিশেষ করে মাদকদ্রব্য বিস্তার রোধে সংশ্লিষ্ট সকল ক্যাম্পে নজরদারি জোরদার করা হয়েছে।সাম্প্রতিক অভিযানে মাদক চোরাকারবারীসহ অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার বিজিবি’র সন্ত্রাস ও চোরাচালান বিরোধী দৃঢ় অবস্থানের বাস্তব প্রমাণ।ভবিষ্যতে এই ধরনের অপরাধ দমনে বিজিবি তার কার্যকর অভিযান অব্যাহত রাখবে।
তিনি আরও জানান,অভিযুক্ত মন্জিল ও টুটুল এই দুইজনকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,“অপরাধী যেই হোক, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।”