শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

- Update Time : ১০:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৬ Time View
আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলনেতা মো. দোলন ভূঁইয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার বাসায় যান।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মো. দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
এছাড়াও ‘আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, দোলন ভূঁইয়া ও তার পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খোঁজখবর নেওয়ার জন্য।
এসময়, রিজভী অভিযোগ করেন, তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে শেখ হাসিনা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনা দেশে নিরাপত্তাহীনতা তৈরি করেছিলেন। গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রের পোশাকে পরিণত হয়েছিল।”
তিনি আরও দাবি করেন, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী আন্দোলন দমনের কৌশল হিসেবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার ভাষায়, “কিছু লোককে মেরে ফেলুন, এতে আন্দোলন ভয় পেয়ে যাবে।”
রিজভী বলেন, আজও সমাজে দুর্বৃত্তরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন তাদের গ্রেফতার করছে না। তিনি ছাত্রদল নেতা দোলনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পরবর্তীতে যদি কোনো ঘটনা ঘটে তবে এর দায় প্রশাসনকেই নিতে হবে। কারণ প্রশাসনের ভেতরে এখনো আওয়ামী লীগের দোসর সক্রিয় রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন— আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্মী ও ভূমিদস্যু কাওসার কর্তৃক ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. দোলন ভূঁইয়া। এতে তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়