ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক ওসমানীকে হুমকির ঘটনায় রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের নিন্দা

রংপুর ব্যুরো
  • Update Time : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৯ Time View

রংপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন কর্তৃক দৈনিক আমার দেশ এর রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সম্মিলিতি সাংবাদিক সমাজ।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেদ মন্টু ও সদস্য সচিব লিয়াকত আলী বাদল এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বাদশাহ ওসমানী তথ্যের জন্য রংপুর পুলিশ সুপারের কাছে একাধিকবার ফোন করলে তাকে ফোনে না পেয়ে ম্যাসেজ করলে তিনি ফোন ব্যাক করে সাংবাদিক ওসমানীকে দেখে নেয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তিনি এটা কখনই করতে পারেন না। এর মাধ্যমে তিনি পুরো সাংবাদিক সমাজকে হুমকি দিয়েছেন। এর মাধ্যমে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে মুহুর্তে জাতীয় সংবাদ নির্বাচন আসন্ন, ঠিক সেই মুহুর্তে একজন পুলিশ সুপার হিসেবে সাংবাদিকদের সাথে এ ধরণের অপেশাদার আচরণ রাষ্টের জন্য হুমকি স্বরুপ বলে আমরা মনে করি। যার প্রভাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সমাজ মনে করেছিলেন বিষয়টি উর্ধতন পুলিশ কর্মকর্তারা তার এহেন অপেশাদার আচরণের বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা লক্ষ করছি না। এতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে তাকে রংপুর থেকে অপসরাণ করা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে যাবে। যার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেই নিতে হবে।

Please Share This Post in Your Social Media

সাংবাদিক ওসমানীকে হুমকির ঘটনায় রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের নিন্দা

রংপুর ব্যুরো
Update Time : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

রংপুরের পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন কর্তৃক দৈনিক আমার দেশ এর রংপুর ব্যুরো প্রধান বাদশাহ ওসমানীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দেখে নেয়ার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সম্মিলিতি সাংবাদিক সমাজ।

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক আব্দুস সাহেদ মন্টু ও সদস্য সচিব লিয়াকত আলী বাদল এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বাদশাহ ওসমানী তথ্যের জন্য রংপুর পুলিশ সুপারের কাছে একাধিকবার ফোন করলে তাকে ফোনে না পেয়ে ম্যাসেজ করলে তিনি ফোন ব্যাক করে সাংবাদিক ওসমানীকে দেখে নেয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে তিনি এটা কখনই করতে পারেন না। এর মাধ্যমে তিনি পুরো সাংবাদিক সমাজকে হুমকি দিয়েছেন। এর মাধ্যমে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের সাথে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যে মুহুর্তে জাতীয় সংবাদ নির্বাচন আসন্ন, ঠিক সেই মুহুর্তে একজন পুলিশ সুপার হিসেবে সাংবাদিকদের সাথে এ ধরণের অপেশাদার আচরণ রাষ্টের জন্য হুমকি স্বরুপ বলে আমরা মনে করি। যার প্রভাব জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আমরা মনে করি।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক সমাজ মনে করেছিলেন বিষয়টি উর্ধতন পুলিশ কর্মকর্তারা তার এহেন অপেশাদার আচরণের বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিবেন। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা লক্ষ করছি না। এতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। অবিলম্বে তাকে রংপুর থেকে অপসরাণ করা না হলে সাংবাদিক সমাজ আন্দোলনে যাবে। যার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেই নিতে হবে।