দেশ মাতৃকা রক্ষায় সর্বাত্মক প্রস্তুত নিরাপত্তা বাহিনী

- Update Time : ০৯:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৬ Time View
দেশ মাতৃকা রক্ষায় সর্বাত্মক প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনী । দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত প্রত্যেকটা সদস্য।
তারই ধারাবাহিকতায় আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান জেলার আয়োজনে আনসার সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে জেলা আনসার সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান , এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ- মহাপরিচালক মোঃ: সাইফুর রহমান , এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাউসার , বান্দরবান আনসার ব্যাটালিয়ন এর পরিচালক দেওয়ান মাতলুবুর রহমান, জেলা কমান্ড্যান্ট মোতালিব হোসেন সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন,দেশ মাতৃকার জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত সকল নিরাপত্তা বাহিনী। প্রত্যেকটা দুর্যোগকালীন মুহূর্তে বাংলাদেশ আনসার বাহিনী দেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। যা অত্যান্ত প্রশংসার বিষয়। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রত্যেকটা দুর্গম সেক্টরে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছে দেশের সেবাই । পরিশেষে বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আনসার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।