দৌলতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীফ উদ্দিন জুয়েল
“দেশের মানুষ পরিবর্তন চায়”

- Update Time : ১২:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮ Time View
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, “এখন দেশের মানুষ পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুয়েল বলেন, “ডাকসু নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের শত্রু। এসব করে লাভ হবে না। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গন ডাকসুকে প্রশ্নবিদ্ধ করতে যারা অপচেষ্টা চালাচ্ছে, তারা আসলে দেশের বিরুদ্ধেই কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি বরাবরই বলে আসছে, ডাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে ফ্যাসিস্টদের বাদ দিতে হবে। আজ বিভিন্ন ছাত্রসংগঠন বিভিন্ন প্রশ্ন তুলে নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে। আমরা স্পষ্ট করে বলছি—ডাকসু নির্বাচন যেকোনো মূল্যে হওয়া উচিত।”
নিজ নির্বাচনী এলাকা দৌলতপুর নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন, “আমি দৌলতপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ দৌলতপুরের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব।”
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা অত্যন্ত হীনমন্যতার কাজ। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শাসনামলে আমরা দেখেছি বিএনপির মিছিল-মিটিংয়ে বাধা দেওয়া হতো, পোস্টার লাগাতে দেওয়া হতো না। এখনো সেই অপচেষ্টা চলছে। যারা শেখ হাসিনার পথ অনুসরণ করছেন, তাদের একই পরিণতি ভোগ করতে হবে।”
শরীফ উদ্দিন জুয়েল শেষে বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই কাজ করছি। বিএনপি গণমানুষের সেই আকাঙ্ক্ষারই প্রতিনিধিত্ব করছে।”
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল,হারুনর রশীদ, সোহেল রানা,যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম প্রফেসর, যুবদল দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাসেল আহাম্মেদ,সফিকুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল,সুমন ফরাজি,ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুগ্ম আহ্বায়ক রিপন আলী,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাচান রবিন,কৃষক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু,যুগ্ম আহ্বায়ক নূর আমিন, জিল্লুর রহমান,তাঁতী দলের সাধারণ সম্পাদক রিমন মাস্টার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়